
জনাব এম. এ. রউফ সাহেব বৃহত্তর ঢাকা জেলার অধিন মানিকগঞ্জ মহাকুমার অন্তর্গত হোগলাকান্দি গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন। শিক্ষা বিস্তারের ক্ষেত্রে তাঁর ভূমিকা ছিল অনন্য। পূর্ব পাকিস্থান আমলে তিনি শিক্ষা বিস্তারের জন্য এলাকায়, স্কুল, কলেজ, মাদ্রাসা, জামে মসজিদ তাঁর নিজ অর্থে প্রতিষ্ঠিা করেন।
এম. এ. রউফ ডিগ্রী কলেজ কৌড়ী, কৌড়ী গ্রামবাসির উদ্যোগে ০৫/০৭/১৯৭০ ইং তারিখে জনাব এম. এ. রউফ সাহেবের নামে কৌড়ী, হরিরামপুর, মানিকগঞ্জে সাধারণ পরিবারের উচ্চ শিক্ষার লক্ষ্যে প্রতিষ্ঠা করা হয়। যার জন্ম লগ্ন থেকে অদ্যবধি অত্র অঞ্চলে উচ্চ শিক্ষার মশাল বহন করছে। প্রতিষ্ঠা লগ্নে অত্র এলাকার কৃতি সন্তান জনাব এম. এ. রউফ সাহেব সার্বিকভাবে অবদান রাখেন। তিনি কলেজ প্রতিষ্ঠায় অনুদান বাবদ ১১,০০০/ (এগার হাজার) টাকা দান করেন। যা কলেজ প্রতিষ্ঠায় অনন্য ভূমিকা রাখেন। অসাধারণ কর্ম তৎপরতা এবং আর্থিক অনুদানের কথা মাথায় রেখে এলাকাবাসির সর্ব সম্মতি ক্রমে প্রতিষ্ঠানটির নাম করণ করা হয় এম. এ. রউফ. ডিগ্রী কলেজ, কৌড়ী। একটি রেজুলেশনের মাধ্যমে তৎকালীন সদস্যদের সর্ব সম্মতি ক্রমে নাম করণ রেজুলেশন অনুমোদন হয়। যা দুভাগ্যক্রমে দপ্তরে সংরক্ষিত নাই। বর্তমানে অত্র এলাকায় প্রতিষ্ঠানটি সুনামের সাথে শিক্ষাদান করে যাচ্ছে।