সম্মানিত অভিভাবক ও স্নেহভাজন শিক্ষার্থীবৃন্দ। আমার সালাম ও শুভেচ্ছা নিবেন। ঐতিহ্যবাহী এম. এ. রউফ ডিগ্রী কলেজ, কৌড়ী, মানিকগঞ্জ জেলার একটি শ্রেষ্ঠ বিদ্যাপিঠ। এ প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের মেধা, মনন, সহনশীলতা, নেতৃত্ব, শৃঙ্খলা ও দক্ষতার ভিত্তিতে মানবিক মূল্যবোধ সম্পন্ন মুক্তিযুদ্ধের চেতনায় সুযোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলাই আমাদের অঙ্গীকার। কেবলমাত্র জিপিএ ৫ নয়; আমাদের নৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক মূল্যবোধের চর্চার মধ্য দিয়ে প্রত্যেক শিক্ষার্থীর আত্মবিকাশ আমাদের প্রত্যাশা। আশা করি এ কলেজের শিক্ষার্থীরা গভীর দেশ প্রেমে উদ্বুদ্ধ হয়ে সচেতন ভাবে বহুমুখী কর্মকান্ডে অংশগ্রহণ করে নিজেদের প্রতিভা বিকাশে উদ্যমী হবে। ন্যায় সত্য ও সুন্দরের চর্চার মধ্য দিয়ে নিজের নৈতিক ও মানবিক মূল্যবোধের চেতনাকে শানিত করবে। মানুষকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যাবে। বিজ্ঞান মনস্কতা, মুক্ত চিন্তা, ন্যায় বোধ, মানবিকতা এবং ভ্রাতৃত্ব বোধের চেতনায় ঋদ্ধ হয়ে বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় অগ্রগতি, অবাধ তথ্যপ্রবাহ এবং বিশ্বায়নের যুগে চরম ভোগবাদী মানসিকতা পরিহার করে সৃজনশীল মুক্ত জ্ঞান চর্চার মাধ্যমে আজকের ছাত্র ছাত্রীরাই নৈতিক সংকট থেকে পরিত্রানের পথ দেখাবে। প্রত্যেক শিক্ষার্থীই আমাদের কাছে সন্তানসম ও সমগুরুত্বপূর্ণ। তাই সন্তানকে ঘিরে অভিভাবকগনের স্বপ্নপূরনই আমাদের একমাত্র লক্ষ্য। আল্লাহ হাফেজ